-----------------//-----
একটি মাত্র মেয়ে আমার
জাহরা জেবিন নাম ;
দিবা-রাত্রি লেখা-পড়া
এইতো তাহার কাম ।
আত্বীয়-স্বজন সবাই বলে
দেখতে বাপের মতো ;
মুচ্-কি হেসে-মেয়েটি বলে
আমি মায়ের মতো ।
মায়ের আদর-পিতার আদর
ভাইদের আদর পেয়ে ;
মেয়েটি আমার ভেসে বেড়ায়
সুখের - সাগরে ।
নানার আদর - নানুর আদর
আরো আদর মামার ;
একটি মাত্র - নাতনী তাদের
একটি ভাগীনি মামার ।
মেয়ে যদি-দেখতে তাহার
পিতার মতো হয় ;
দাদু বলেন-সেই মেয়েটি
ভাগ্যবতী-হয় ।
পিতা-মাতা আমরা বলি
হে পরোয়ার-দিগার ;
মেয়েটিকে রেখো আল্লাহ
রহমতে-আপনার ।।
----------------
তারিখ :- ১০ ই ফ্রেবরুয়ারী , ২০১৭
নিউকাসল ।