--------------------///---
আমার একটি-ছোট্ট সোনা
অনেক ভালোবাসি !
তাহার সাথে-বললে কথা
দেয় সে মিষ্টি হাসি ।
চাওয়া পাওয়ার-আব্দার বেশি
দিলে পরে-খুশি !
না দিলে সে-ভেজায় ভারি
করে ফুস্-ফু'সি ।
ছোট বলে-সবাই তাকে
করে আদর বেশি !
দেখতে সে যে-পিতার মতো
তাতে আমি খুশি ।
মা বলে-ছেলে তোমার
দেখতে যেমন-তুমি !
কাজে কর্মে-সব কিছুতে
সেটাও জানি-আমি ।
আমি বলি-ঠিক বলেছো
ঠিক হয়েছে-তাই !
ছেলে হবে-পিতার মতো
ওটাই হওয়া-চাই ।
করবে ছেলে , লেখা-পড়া
গড়বে তাহার-জীবন !
মানুষের মতো-হবে মানুষ
চলবে বীরের-মতোন ।
উচ্চ শিক্ষায়-হবে শিক্ষিত্
করবে শিক্ষা দান !
সুন্দর ভাবে-গড়বে সমাজ
রাখবে পিতার মান ।।
----------//---------
তারিখ :- ২৭ শে এপ্রিল , ২০১৭ !
সময় :- সকাল ১১ ঘটিকা
নিউকাসল !