--------------------//---

তুমি আমার চির সবুজ
চির চেনা মুখ ;
            তোমার কোলে জন্ম নিয়ে
                    পাই যে মনে সুখ ।

তুমি আমার মনের ছবি
তুমি আমার সপ্ন ;
          তুমি আমার আশার আলো
                    তুমি আমার রত্ন ।

তুমি আমার হাসি কান্না
তুমি আমার দু:খ ;
            তোমার দু:খে দু:খি হয়ে
                  জলে ভাসাই বুক ।

তুমি আমার নয়ন কাড়া
বাংলা মায়ের রুপ ;
    তোমার বুকের সোনালী ফসল
                    কি যে অপরুপ ।

তুমি আমার বর্ষা মৌসুমে
সোনালী আঁশে ভরপুর ;
            তোমার রুপে মুগ্দ হয়ে
                   বাউল তুলে সুর ।

তুমি আমার নীল আকাশে
গুড়ি গুড়ি বৃষ্টি ;
          আউল বাউল কবি সাধক
                 তোমার তরে সৃষ্টি ।

ফুলে ফলে ভরা দেশটি
দেখতে লাগে বেশ ;
              তুমি আমার মাতৃভুমি
                   প্রিয় বাংলাদেশ ।।

    -----------------

তারিখ :- ২ মার্চ , ২০১৭ ।
       নিউকাসল ।