-----------------//---
( ৩০ শে নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে
ঢাকার শ্রদ্ধেয় মেয়র আনিসুল হক সাহেবের
আকস্মিক মৃত্যুতে , তার স্মরণে লিখা
আমার এই কবিতা খানি )
----------
জন্মিলেই যেখানে মৃত্যু অবধারিত
বাঁচার জন্য মোরা-করি লড়াই ;
দু'দিনের এই পৃথিবীতে
কিসের মোহ্-কিসের বড়াই ।
মিছে শুধু আশায় আশায়
এই দুনিয়ার ভালোবাসায় ;
ঘুরে ফিরে কাটাই সময়
অনেক কিছু পাওয়ার আশায় ।
যশ্ খ্যাতি পাওয়ার আশে
মাথার ঘাম পায়ে ফেলে ;
আসল পাওয়া ভুলে গিয়ে
ডুব দিয়েছি অথই জলে ।
সবার মতো এ ধরাতে
আনিস ভাইও এসেছিলেন ;
মেয়র ছিলেন ঢাকা শহরের
তিনিও সেদিন-চলে গেলেন ।
লন্ডনে তিনি আসলেন সেদিন
সময় কাটাতে মেয়ের সাথে ;
মরণ ভাইরাস দেয়নি তাকে
মায়ের বুকে-ফেরত যেতে ।
নামি-দামী ব্যবসায়ী তিনি
বড় মাপের নেতা ছিলেন ;
বহু গুণের-গুণাম্বিত মানুষ
পৃথিবী থেকে-বিদায় নিলেন ।
এভাবে সবাই একে একে
যেতে হবে এ ভূবণ ছাড়ি ;
সুন্দর করে গড়ি সমাজ
গড়ি মোদের-আসল বাড়ি ।
দোয়া করি শ্রষ্টার নিকট
সবাই মিলে একি সাথে ;
আনিস ভাইকে দিয়ো মাফি
রেখো সুখী-আখেরাতে ।।
--------------//-------------
রচনাকাল :- পহেলা ডিসেম্বর ; ২০১৭ !
সময় :- ৩ ঘটিকা ( রাত )
নিউকাসল ; ইংল্যান্ড ।