———————//—-
সবুজ শ্যামল সৌন্দর্যে ঘেরা সোনার বাংলা ছাড়ি
এসেছি আমি সাত সমুদ্র তের নদী দিয়ে পাড়ি
বসতি গেড়েছি সমুদ্র পাড়ে ব্রিটেনের ব্লাইত শহরে
সুখে আছি বেশ আছি এই অচিন ভবপুরে ।
জীবন গড়তে ব্যস্ত এ ধরায় সকাল সন্ধ্যা রাত
নিরবে নিভৃতে অবসরে পড়ি জীবনের ধারাপাত
মনে পড়ে আজ স্মৃতিময় আমার ছোট্ট শান্ত গ্রাম
মনে পড়ে সেই ঐতিহাসিক মেলেটারি খালের নাম ।
বাড়ি থেকে মাইল খানেক দুরে আঁকাবাঁকা সে খাল
মাঝি মাল্লা গান ধরে আর নায়ে তুলে পাল
বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিতে থৈথৈ করে জল
বৃষ্টির প্লাবনে নেমে আসে আসামের পাহাড়ি ঢল ।
ভাটার টানে খালের দুই পাড়ে নামে জনতার ঢল
আনন্দ উৎফুল্লে মাছ ধরতে জমে জনতার কোলাহল
মিস্টি মধুর অতীত স্মৃতি কখনো কি ভুলা যায়?
বিদেশ বিভূঁইয়ে সেসব স্মৃতি লিখে যাই কবিতায় ।
—————-//————
সময়কাল :- ১ লা নভেম্বর ; ২০১৯ সাল
স্হান :- ব্লাইত , নিউকাসল ;ইংল্যান্ড ।