=========/====

রাতের পর দিন আসে
অতীত স্মৃতি চোখে ভাসে ;
                      হাসায় কাঁদায় কত স্মৃতি
                   এমনিতে দিন য়ায় আসে ।

দুখ্-বিরহের সেসব স্মৃতি
বিরাজ করে মনমোহনে ;
                   তাইতো মানব পশ্চাৎ ফিরে
                     হারিয়ে যায় স্মৃতির টানে ।

জীবন মানেই সরল গরল
দিন ফুরালেই অতীত স্মৃতি ;
                   সরলটাকে পূজি করে ,তাই
                       অগ্রভাগে বাড়াও গতি ।

প্রাপ্তি মানবের কর্মের ফল
স্মৃতি হয়ে থাকে অবশেষে ;
                      মানুষ তাদের রাখে স্মরণ
                   স্মৃতিময় কর্মকে ভালবেসে ।।

———-/————

তারিখ :- ১৪ই অক্টোবর ; ২০১৮
স্হান :- ব্লাইত ; নিউকাসল ; ইংল্যান্ড ।