---------------------//---
গরীবের সংসার ভিটে-বাড়ি নেই
ভাসমান তাদের জীবন ;
মানবের ধারে আশ্রয় খুঁজে
আশ্রয় দিবে, কে আছো-গো এমন ।
করিবো কাজ নেই মোদের লাজ
সম্বল আছে শুধু ক'টি ছানা ;
প্রয়োজনে সে গুলি দিবো তোমাদের
কাজের বিনিময়ে শুধু দিবে খানা ।
বাড়ি বাড়ি ঘুরি, ভুখা অনাহারি
অবশেষে পেলো মাতা গুজিবার ঠাঁই ;
ক্ষুধা নিবারণে, দিবে শিশু কাজে
কাজের বিনিময়ে যেথায় খাদ্য পাই ।
এমনি ভাবে কচি শিশু তাদের
অন্যে বাড়িতে পায় ঘরের কাজ ;
দু:খে কষ্টে জীবন চলে তাদের
তবুও মনেতে নেই কোন লাজ ।
জানেনা তারা পার্থিব জীবনের মানে
জীবন কাটে তাদের কাজের টানে ;
শৈশব , কৈশোর ফেরিয়ে আসে যৌবন
সংসারী হতে চায় তাদের বৈরাগী মন ।
এমনি একদিন আসে 'আয়মনার' সু-খবর
তাকে নিয়ে যাবে এক নতুন বর ;
খুশিতে বিভোর তার বিরহী মন
সংসার সাজাতে তার মন উচাটন ।
কিন্তু এ সুখ তার সয়না বেশি দিন
হঠাৎ সুখের স্বপ্ন ভেঙ্গে হয় ক্ষীন্ ;
আধ্-পাগল স্বামী তাকে বাসে ভিন্
আবার, সেই পরের কাজে কাটে দিন ।
বিনিদ্র রজনীতে বসে ভাবে একা একা
হায় ! এ কপালে বুঝি নাই সুখের দেখা ;
এসব ভেবে চোখের জলে ভাসে তার বুক
'. আয়মনা'দের জীবনেই বুঝি শুধু দুখ ।।
-------------//-------------
রচনাকাল :- ১৭ই এপ্রিল ; ২০১৮
নিজ ভবন ; ব্লাইত ; নিউকাসল ।