------------------//----
এ বিদায় জানি ক্ষণিকের
জানি অনেক বেদনার-এবং আবেগের !
যেতে নাহি বন্ধু-দিবো তোমায়
রাখিবো মোর-হৃদয়ের মাহিনায় ।
ভালোবাসায় আপ্লুত হলাম প্রীয় বন্ধু
ক্ষণিকের এই-বিদায় বেলায় !
ভালো থেকো, সুখে থেকো
সিদ্ধ হও মোর-ভালোবাসায় ।
সুন্দর অনুষ্টান-উপহার পেয়ে
সকলে হয়েছি মোরা ধন্য !
মোদের এই ভ্রাতৃত্বের বন্ধন
হোক সুন্দর-চিরো অনন্য ।।
-----------//-----------
তারিখ :- ১৪ ই জুলাই
রচনাকাল :- বিকাল ৭ ঘটিকা
নিউকাসল !
নোট :- ( সহকর্মী বড় ভাই সাদ চৌধুরীর বিদায়ী অনুষ্টানে তার উদ্দেশ্যে লিখা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ) !