-------------------//---
একদিন আমি যাবো চলে
ঐ দুর অজানা দেশে !
দেখবে তুমি ঠাঁয় দাড়িয়ে
চোখ দু'টি যাবে জলে ভেসে ।
আমি তোমার কি ধন ছিলাম
তা বুঝোনি অবহেলায় !
বুঝবে তুমি অনুভবে
আমার যাবার বেলায় ।
ভালোবেসে চেয়ে ছিলাম
কাছে পেতে তোমায় !
শুধু শুধু অকারনে
রাখলে দূরে আমায় ।
আমি যখন তোমার সুখে
ছিলেম পাগল পাড়া !
তোমার ভুলে তুমি তখন
দেওনি মোরে সাড়া ।
আমি যখন যাবো চলে
হবে একা-কার !
সেদিন তুমি কেঁদে কেঁদে
ডাকবে বারং-বার ।
আমি তখন চলে গেছি
দুর হতে বহু দুরে !
আরনা ফিরে আসবো বন্ধু
এই ভবের মাজারে ।
যাবার বেলা তোমায় আমি
বলে দিয়ে যাই !
রেখো তোমার মনে আমায়
হৃদয়ে দিও ঠাঁই ।
হাত তুলে করো দোয়া
ঐ খোদার দরবারে !
ভুলত্রুটি হলে পরে
ক্ষমা করো মোরে ।।
--------//-------
তারিখ :- ২৯ শে এপ্রিল , ২০১৭ !
নিউকাসল !