---------------//--
যে শিশুটি জন্ম নিল
নাফ নদের পাড়ে ;
সে শিশুটির দায়িত্ব আজ
বঙ্গমাতার ঘাড়ে!
সদ্য ফোটা ফুলের মতো
যে শিশুটির জীবন ;
জানেনা সে নাফের চরে
জন্ম নেবার কারণ !
জানেনা সে দোষ কি তাহার
অপরাধ কি তার ;
কি কারণে হারালো তার
জন্মগত অধিকার !
জন্মেতে তার নেই বাসস্থান
পায়নি মাতৃ-দুগ্ধ ;
পায়নি তাহার ভরণ-পোষণ
জানায় সে তাই ক্ষুব্ধ !
কি দিবো আজ জবাব মোরা
সেই শিশুটির পরে ;
শিশুটি আজ জবাব চায়
বিশ্ব মানবের তরে !!
----------//---------
রচনাকাল :- ১১ই জানুয়ারী ; ২০১৮ !
সময় :- ৩ঘটিকা (রাত)
নিউকাসল ; ইংল্যান্ড ।