--------------//---
একুশ এলেই মনে পড়ে
সেই ভাষা দিবসের গান ;
ভাষার জন্যে প্রান দিলো
মোদের গর্বিত মায়ের সন্তান ।
একুশ এলেই মনে পড়ে
নির্মিত রক্তিম শহীদ মিনার ;
ছাত্র-শিক্ষক কৃষক-শ্রমিক
শ্রদ্ধা জানায় হাতে ব্যানার ।
একুশ এলেই ভোর প্রভাতে
খালি পায়ে প্রভাত-ফেরি ;
দলে দলে গাইতে শুনি
ভাষার গান একুশে ফেব্রুয়ারি ।
একুশ এলেই শহীদ স্মরণে
আয়োজন চলে সভা সেমিনার ;
নেতারা দেন প্রাণঢালা বক্তব্য
ফুলে ফুলে সিক্ত শহীদ-মিনার ।
একুশ এলেই অশ্রু ঝরে
শহীদ পরিবার পায়না পোষন ;
আমরা কেবল শহীদ স্মরণে
নামটি ধরে দিচ্ছি ভাষণ ।
একুশের এই ভাষা দিবসে
শপথ মোদের নিতে হবে ;
শহীদ পরিবারকে সম্মান দিয়ে
শহীদের ঋন শোধতে হবে ।
গড়তে হবে সুন্দর সমাজ
সু-শাসন প্রতিষ্ঠা করতে হবে ;
মর্যাদাশীল দেশে উন্নীত হলে
শহীদের আত্বা শান্তি পাবে ।।
-----------//----------
রচনাকাল :- ২০ শে ফেব্রুয়ারি ; ২০১৮
সময় :- ২ ঘটিকা (রাত)
নিজ বাসভবন ; নিউকাসল !!