---------------------//---
রামদ্বান আসিলে মোরা
মনে মনে বলি ;
সারাটি মাস যেন
ভালো হয়ে চলি ।
সিয়ামের মাসে মোরা
রাখিবো যে রোজা ;
ইমান-আমল রাখিবো ঠিক
চলিবো মোরা সোজা ।
রামদ্বানের মাসে মোরা
সংযমী-হবো ;
পরনিন্দা হতে মোরা
বিরত-রবো ।
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়
করিবো মোরা যথাসময় ;
কোর-আঁন তেলায়াতে মোরা
জীবন করিবো পূন্যময় ।
গরীব-দু:খি অসহায় মানুষের
নিবো মোরা খোঁজ-খবর ;
যাকাত এবং দান খয়রাত
বিলিয়ে দিবো তাদের তর ।
সমাজ সেবার ব্রত নিয়ে
জীবন-যৌবন করবো দান ;
মানব সেবা-উত্তম সেবা
কোর-আঁন ও হাদিসে তাঁর প্রমান ।
রামদ্বান মাসের অনুসরণে-মোরা
চালিয়ে যাবো এগারটি মাস ;
এভাবে মোরা যাবো চালিয়ে
সুন্দর জীবন গড়ার-প্রয়াস ।।
-----------//---------
তারিখ :- ৩০ শে মে ২০১৭ !
সকাল : ৩ ঘটিকা !
নিউকাসল ।