———————-//—-
স্বাধীনতা তুমি -
প্রথম প্রভাতে স্নিগ্ধ স্বর্ণালী রবি
তোমায় নিয়ে করেছেন কাব্য রবীন্দ্রনাথ , নজরুল কবি ।
স্বাধীনতা তুমি -
ভোরের পাখী দোয়েল-কোয়েলের ডাক
মুক্ত আকাশে স্বাধীনভাবে চলা - পাক-পাখালির ঝাঁক ।
স্বাধীনতা তুমি -
ছোট্র শিশুর প্রথম মা বলে ডাকা সুর
সোহাগে আদরে কাছে নিয়ে মায়ের জাগ্রত প্রথম ভোর ।
স্বাধীনতা তুমি -
মাঝি মাল্লা আর রাখালিয়া বাঁশির গান
সবুজ মাঠ আর সোনালী ফসল কৃষক-কৃষাণীর প্রাণ ।
স্বাধীনতা তুমি -
ছাত্র-শিক্ষক কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার
মুক্ত চিন্তা সকল মানুষের -স্বাধীনভাবে কথা বলার ।
স্বাধীনতা তুমি -
বিশ্বের মানচিত্রে অংকিত - লাল-সবুজের পতাকা
সালাম,বরকত,রফিক,জব্বারসহ শহীদের রক্তে ছবি মাঁখা ।
স্বাধীনতা তুমি -
পাকিস্তানের দালাল আল্-শামস, আলবদর -রাজাকার
বাংলার মাঠিতে বঙ্গকন্যা শেখ হাসিনার সঠিক বিচার।
স্বাধীনতা তুমি -
আমার অহংকার , আমার গৌরব- আনন্দের নেই শেষ
বীর বাঙালীর রক্তে গাঁথা আমার -স্বাধীন বাংলাদেশ ।।
———————//——————
সময়কাল :- ৩১ শে অক্টোবর ; ২০১৯ সাল
স্হান :- ব্লাইত ; নিউকাসল ; ইংল্যান্ড ।