----------------------//--

মনে ছিলো অনেক আশা
    পাবো তোমার ভালোবাসা !
        তুমি-আমি দু'জন মিলে
            বাঁধবো মোরা সুখের বাসা ।

সেই বাসাতে বসত করে
    গাইবো মোরা সুখের গান !
        মন-প্রাণ উজার করে
            জীবন-যৌবন করবো দান ।

তোমার আমার ভালোবাসা
    মধুর চাইতে হবে মধুর
        দু:খ-কষ্ট যাবে চলে
             দূর হতে দূর-বহুদূর ।

ভাবনা আমার হলো মিছে
    পাইনি তোমার মন !
        তবুও তোমায় বাসবো ভালো
            থাকতে এ জীবন ।

তোমার স্মৃতি বুকে ধরে
    থাকবো আমি খুশি !
        তোমায় ভালো বাসবো বন্ধু
            সকাল-সন্ধ্যা-নিশি।।

--------------//------------

  তারিখ :- ২৩ শে মে ২০১৭ !
      সময় : সকাল ২:৩০  !
            নিউকাসল  ।