----------------//--
কাগজ-কলম হাতে নিয়ে
চেয়ার টেবিল সাজি ;
শব্দেরা’তো দেয়নি ধরা
কি লিখিবো আজি ।
ভাবতে ভাবতে অবশেষে
চোখটি বুজে থাকি ;
শব্দরা সব একে একে
করে ডাকা-ডাকি ।
প্রথম শব্দ বলে আমায়
লিখতে যদি চাও ;
'ভালোবাসার'' উপর একটি
কবিতা লিখে নাও ।
পরক্ষণেই ''আকাশ'' এসে
বললো আমায় ডেকে ;
লিখতো পারো কবিতাটি
আমার ছঁবি একে ।
এভাবে সব শব্দগুলির
শুরু হলো আসা ;
ছন্দে ছন্দে কবিতা লিখার
তাই পেলাম ভরসা ।
--------------//-------------
তারিখ :- ২৩ শে নভেম্বর ; ২০১৭ !
রচনাকাল :- ২ঘটিকা ( সকাল )
নিউকাসল ; ইংল্যান্ড ।