--------------------//--
আমি বাসবো-শুধু বাসবো
আমি তোমায় ভালো-বাসবো ।
হাত বাড়িয়ে-তোমায় আমি
বুকে টেনে নিয়ে আসবো ।
আমি বাসবো-শুধু বাসবো
আমি তোমায় ভালো-বাসবো ।
বিনিময়ে তাই-তোমার নিকট
আমি কিছু নাহি চাইবো ;
বুকের আকাশ-খুলে দিয়ে
হৃদয়ে তোমায় আমি রাখবো ।
আমি বাসবো-শুধু বাসবো
আমি তোমায় ভালো-বাসবো ।
তোমায় নিয়ে-হাতে হাত ধরে
পাশা পাশি দু'জনে বসবো ;
চোখে রেখে চোখ-চোখের ইশারাতে
মনের কথা গুলো বলবো ।
আমি বাসবো-শুধু বাসবো
আমি তোমায় ভালো-বাসবো ।
তোমার আশায় শুধু থাকবো
তোমায় নিয়ে ছবি আঁকবো ;
তোমায় নিয়ে-এই জীবনে
দু'জনে সুখের বাসা বাঁধবো ।
সেই বাসাতে-দু'জনে শুধু
সোনালী স্বপ্ন মোরা দেখবো ;
আমি বাসবো-শুধু বাসবো
আমি তোমায় ভালো-বাসবো ।।
----------//---------
তারিখ :- ২৪ শে এপ্রিল , ২০১৭ ।
সময় :- ১২ ঘটিকা !
নিউকাসল !