———————-//——

নব দিগন্তে উদিত সূর্যে ফোটেছিল এক ফুল  
তারই সৌরবে সুভাসিত হয় বঙ্গমাতার কোল ;
উনিশশত বিশের ১৭ই মার্চ টুঙ্গিপাড়ার সবুজ প্রাণ
ফরিদপুরের-ফুটন্ত গোলাপ শেখ মুজিবুর রহমান ।

ছোট্ট থেকে সাহসে মননে ছিলেন মেধাবী একজন
অন্যায় বিরুদ্ধে ছিল তাঁহার নিত্য বলিষ্ঠ গর্জন ;
কিশোর বয়সেই ফোটে উঠে তাঁর দেশের তরে প্রীতি
ধর্ম-বর্ণ সবার সাথে সীমাহীন  সম্প্রীতি ।

পড়া-লেখার পাশাপাশি স্বদেশ প্রেমের টানে
মুক্ত চিন্তার উদয় ঘটে শেখ মুজিবের প্রানে ;
বৃটিশ শাসনের প্রতিবাদে তাঁহার চলে মুক্তিপণ
সেই আটার বছর বয়সেই শুরু প্রথম কারাবরণ ।

মুক্ত চিন্তার মহান নেতাকে পারেনি কেউ রুখতে
আন্দোলনের ডাক দিলেন তিনি ভারতবর্ষ মুক্তে ;
সুভাষবসু ,শেরেবাংলা আর সোহরাওয়ার্দির আশিষে
রাজনীতিতে প্রথম পদার্পণ তাহার বঙ্গ-বীরের বেশে ।

সাতচল্লিশে ব্রিটিশ হটিয়ে ভারতবর্ষের জয়
পাক-ভারতের দ্বন্দে মুজিবের লাগল মনে ভয়;
অবশেষে ভারত ভেঙ্গে হলো দু’টি দেশ
বাংলা হলো পূর্ব পাকিস্তানের অংশ বিশেষে।

একি দেশে আইয়ুবখানের বৈষম্যমূলক দু’নীতি
প্রতিবাদে তাই বিশ্বে কম্পন শেখ মুজিবের খ্যাতি ;
৭১ সালের ৭ই মার্চ দিলেন মুজিব স্বাধীনতার ডাক
মুজিবসৈনিক পরাজিত করে হানাদারবাহীনি পাক ।

হাজার বছরের শ্রেষ্ট বাঙালী অবিসংবাদিত নেতা
তোমার নেতৃত্বে পেয়েছি আমরা বাংলার স্বাধীনতা ;
শততম জন্ম-দিনে জানাই হাজারো সম্মান
বাঙালি জাতির গর্ব তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

      —————//————

সময়কাল :- ৩০শে অক্টোবর ; ২০১৯
স্হান       :- ব্লাইত ; নিউকাসল ; ইংল্যান্ড ।