--------------------//----
খোদার করুণায় জন্ম মোর
গরীবের কোলে ঠাঁই !
মানুষ আমাকে দিয়েছে নাম
নামে হয়েছি 'টোকাই'।
জন্ম হতে দেখিনি পিতা
পাইনি তাহার আঁদর !
মাকে দেখেছি অন্যের ঘরে
কাজ করে দিনবর ।
যাহা কিছু যোগায়-মা আমার
পাতে এনে দেয় ভাত !
এভাবে মোর যায় চলে
সকাল-বিকেল-রাত ।
হঠাৎ একদিন-রাস্তায় রেখে
মা চলে যায় কাজে !
সন্ধ্যা অবধি হাঁটি আমি
পাই না তাকে খোঁজে ।
একটু খানি ছেলে আমি
যাবার কোথাও নাই !
সে দিন থেকে হলো মোর
ফুটপাতে-তে ঠাঁই ।
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই
যেতায় ডাস্টবিন পাই !
সেখান থেকে খাবার এনে
পেটের খিদে মিটাই ।
মাঝে মধ্যে-কিছু না পেয়ে
ফুটপাতের দোকানে যাই !
কাউকে বলি বাবা ,আবার
কাউকে বলি ভাই !
সকাল হতে এখনও মোর
পেটে যে কিছু নাই ।
ডাস্টবিন ওয়ালারা নিয়ে গেছে বিন
পরিস্কার করেছে তাই !
অবশিষ্ট কিছু খাবার থাকলে
দে-না মোরে ভাই ।
খাবার দেয়া-তো দুরের কথা
নিয়ে এসে হাতে লাঠি !
বলে শালা 'টোকাই' চুরা
আঘাত করে মোর পিঠি ।
বুক ভরা দু:খ নিয়ে
খোদার দরবারে হাত উঠাই !
কি অপরাধ ছিল মোর , খোদা-
কেন হলাম আজ-'টোকাই' ?
---------//--------
তারিখ :- ২৬ শে এপ্রিল , ২০১৭ !
সময় :- সকাল ১২ ঘটিকা !
নিউকাসল !