----------------//---
নব-প্রভাতে নতুন সাজে
মন দেখিবারে চায়
তোমায় বারে বারে ;
হে প্রিয়তমা , হে প্রেয়সী হায় ।
তোমার সু-দর্শন মায়াবী চাহনি
তোমাতে খুঁজি আমি -
আলোর দর্শনী !
এ যেন এক মায়ার বাঁধনি
হৃদয়ে মোরে দিয়েছো ঠায় ;
হে প্রিয়তমা , হে প্রেয়সী হায় ।
রাত্রি পরে দিন আসে
ভোর-প্রভাতে পাখিরা জাগে ;
হিমেল হাওয়ায় প্রাণ ভরে যায়
মন ভরে যায় তোমার ছোঁয়ায় ।
তুমি যে অপূর্ব রূপ-বতী
হাসিতে তোমার মুক্তা ঝরে ;
বিনী সুতোর মালা গলে
ডুবে আছো রূপ সাগরে ।
তাইতো আমি দিবা-নিশি
আঁকি ছবি মন-মোহনে ;
তোমায় নিয়ে কাব্য লিখি
হৃদয় ফুলের গহীন বনে !
তুমি যে মোর প্রাণের প্রীয়ে
হে প্রিয়তমা , হে প্রেয়সী হায় ।।
---------//----------
তারিখ : ৬ ই নভেম্বর ; ২০১৭
রচনাকাল :- ১ ঘটিকা ( রাত )