মন পাখি
---------//---
এতো বলি মন পাখি তুই
বুঝেও বুঝলি না !
ক্ষনসহায়ী এই পৃথিবীতে
অসহায়ী ঠিকানা ।
মাটির ঘরে বন্দী রে তুই
খুঁজিস বালা খানা !
মাটির ঘরেই হবে রে তোর
সহায়ী ঠিকানা ।
অট্রালিকা , দামী গাড়ি
ক্ষণিকের জমিদারি !
একদিন তোকে যেতে হবে
এসব কিছু ছাড়ি ।
আপনজন তোর পর হবে মন
কেহো হবে না সাথী !
তুই বিনে তোর অন্ধকার ঘরে
কেহো জ্বালাবে না বাতি ।
তাইতো বলি মন কেন তুই
মিছে ভালো-বাসায় !
সব ভূলে তুই থাকিস শুধু
ক্ষণিক্ সুখের আশায় ।
এক জীবনের সুখের আশায়
মন থাকিস না ডুবে !
সুখ সুখ করে মিছে আশায়
ঘুরিস না এই ভবে ।
জনম্ জনম্ যাওয়া আসা
দু'দিনের দুনিয়াদারি !
সময় থাকতে সঞ্চয় কর মন
যেথায় তোর আসল বাড়ি !!
-------//-------
তারিখ :- ২১ শে এপ্রিল , ২০১৭ ।
সময় :- ২.৩০ রাত ।
নিউকাসল ।