-----------------//----
বাড়ি-গাড়ী টাকা-কড়ি
বউ আছে মোর সুন্দরী ;
সুখের আশায় ভাসাই তরী
দেশ হতে আজ দেশান্তরী!
ধনী লোকের বসে পাশে
যেনে নেই সুখের খবর ;
তাহার মতো সুখী জনে
কে আছে এই পৃথিবী পর !
হেসে হেসে বলেন ধনী
প্রচুর আছে মোর ধন ;
সব কিছু আছে তবো
সুখী নেই মোর মন !
ভেবে চিন্তে চলার পথে
খুঁজে বেড়াই সুখী জন ;
সবাই বলে একি কথা
সুখী নেই যে তাদের মন !
মনে চিন্তা-ভীষণ চিন্তা
সুখী জনা কাকে কয় ;
ধন-সম্পদ আছে সবি
তাদের কেহই সুখী নয় !
অবশেষে যে লোকটি পেলাম
ধন-সম্পদ তার কিছুই নাই ;
বলি তাকে কোথায় গেলে
সুখী মানুষ খুঁজে পাই !
মুচকি হেসে লোকটি বলে
আমি যে বড় সুখী ভাই ;
দিনে এনে-খাই দিনে
মনে কোনো চিন্তা নাই !!
---------------//-------------
রচনাকাল :- ৮ ই ডিসেম্বর ; ২০১৭ !
সময় :- ৩ঘটিকা ( রাত )
নিউকাসল ; ইংল্যান্ড ।