সুখী পরিবার
---------------//--
দু'টি ছেলে-একটি মেয়ে
সুখী পরিবার ;
এই নিয়ে-চলে আমার
সুখের-সংসার ।
বউটি আমার-দেখতে লাজুক
কথায় কথায় হাসে ;
পরিবারের সবাইকে সে
অতি-ভালোবাসে ।
ভালো-বাসে প্রতি বেশি
ভালো-বাসা তার গুণ ;
চারিদিকে একি নাম
শুধু বুলন-বুলন ।
সংসার সে চালিয়ে করে
স্কুলের শিক্ষকতা ;
সপ্তাহ যায় যে তাহার
অতি-ব্যস্ততায় ।
তার পরে ও-তাহার মনে
নেই যে কোনো দু:খ ;
পরিবারকে নিয়ে থাকে
হাসি-খুশিতে খুব ।
সুখী সংসার-পেতে হলে
ভালো হওয়া চাই-কণে ;
সংসার সুখের হয়
রমণীর-গুণে ।
পৃথিবীতে সকলেই
সুখী হতে চায় ;
আল্লাহর দয়া ব্যতিত
সুখী হওয়া দায় ।
দুনিয়াতে রেখো সুখী
রেখো-আখিরাতে ;
এই মিনোতি-আল্লাহ
আপনারি-দরবারে ।।
--------//-----
তারিখ :- ১২ই ফ্রেবরুয়ারী , ২০১৭ ।
নিউকাসল ।