---------------------//--
খুশি খুশি খুশি - আজ মহা-খুশি
খুশিতে ভেঙ্গেছে বাঁধ ;
পশ্চিম আকাশে - দিয়েছে দেখা
ইঁদুল ফিতরের চাঁদ ।
আজ মহা খুশি - ঘুম থেকে জাগি
হাত, মুখ এবং গোসল সাদি ;
নতুন কাপড়ে - সাজবো সকলে
ইদ্-গাহে যাবো দল বাঁধি ।
নামাজ শেষে - ঈদ আনন্দে
আমরা পরস্পরে করবো কোলাকুলি ;
ঈদ উৎসবে - ভুলে যাব সকলে
অতীতের সব ভুল-ভ্রান্তি গুলি ।
ঘরে ফিরে এসে - এক সাথে বসে
ঈদের ভোজন শেষে ;
সারাটি দিবস কাটাবো সকলে
ঈদ-উল্লাসের জোয়ারে ভেসে ।
আত্মীয়-স্বজন - পর-আপনজন
পরস্পরে নেবো খোঁজ খবর ;
ঈদ শুভেচ্ছা - করবো বিনিময়
ঈদ মোবারক ইদুল ফিতর ।
প্রার্থনা করিবো খুশির দিনে
বিশ্ব-মুসলিম হাত উঠাই ;
দু’জাহানে রেখো শান্তিতে খোদা
তুমি মালিক - তুমি সাঈ ।
-------------//-----------
তারিখ :- ২৩ শে জুন ২০১৭ !
রামাদ্বান :- ২৮ !
নিউকাসল ।