কিভাবে করি তোমায় সম্ভোধন
চিন্তায় ব্যকুল এই কবি মন
তবুও হইনি তা থেকে বারণ
শব্দের গাঁথুনীতে তোমায় করি স্মরণ ।
তুমি সৃষ্টির শ্রেষ্ট হে গুণী
সব কিছু জানে তোমার অন্তর্যামী
এগিয়ে যাও তুমি দূর্বার বেগে
সাফল্য হাতছানি দিয়ে উঠবে জেগে ।
তিনশত ষাট আউলিয়ার বাংলাদেশে
সুরমা-কুশিয়ারার কূল ঘেঁষে
সৃজন করেছেন প্রভু তার নিদর্শন
কবি-সাধক-গীতিকার বহুগুণীজন ।
শাহ্-জালাল -শাহ্-পরাণ(রা:) এর পূণ্য ভুমি
সিলেটের মাটি তাই উর্বর জমি
সোনালী ফসল ফলে চারিদিকে তাই
এখানকার মানুষজন সহোদর ভাই ।
প্রবাসে থেকেও মন -পড়ে আছে দেশে
সবুজ এই সোনার বাংলাকে ভালবেসে
ভালবাসি কবি-সাধক-গীতিকারের সুর
সেই সুরের মূর্ছনাতে হই স্বপ্নে বিভোর ।
আজ চারিদিকে ফুলের সুবাসিত স্নীগ্ধতা
পাখীদের কলকাকলীতে ধ্বনীত হয় মুগ্ধতা
ফুলে-ফলে পৃথিবী আজ হয়েছে রঙিন
শুভ হোক -শুভ হোক তোমার জন্মদিন ।।
—————-//—————
সময়কাল :- পহেলা সেপ্টেম্বর ; ২০২০ সাল
স্হান। :- নিউকাসল ; ইংল্যান্ড ।