---------------------//--
বন্ধুরা সব সানাই বাজায়
থাক্ ধিনা-ধিন্ ধিন্ ;
সবার প্রিয় 'লিজা' ভাবীর
আজ শুভ জন্ম দিন ।
প্রতি-বেশী সবাই মিলে
বৈশাখী রঙ ঢেলে ;
আমুদ-প্রমোদ করবে সবাই
নেচে-হেঁসে-খেলে ।
বৈশাখী সুরে-সবাই আজি
বৈশাখী গান-গাবো ;
একিই সাথে-বসে সবাই
পান্তা ইলিশ-খাবে ।
জন্ম দিনে ভাবীকে দেবো
কি আর উপহার ;
নববর্ষের ভালোবাসা, আর
বৈশাখী-পিয়ার ।
ভালো থেকো , সুন্দর থেকো
ভাই আর ভাবী-দু'জন ;
ফুলে ফলে-ভরে উঠুক
তোমাদের দাম্পত্য জীবন ।
---------//---------
তারিখ :- ১৪ ই এপ্রিল , ২০১৭ ।
বাংলা :- পহেলা বৈশাখ , ১৪২৪ ।
নিউকাসল ।