--------------//---
ছোট বেলা মায়ের সাথে
করতাম আমি আঁড়ি
বলো মা যাবো কখন
আমার নানার বাড়ি !
নানার বাড়ি আমি যাবো
নানুর সাথে ভাত খাবো
নানুর আছে বিড়াল কালো
বাসি তাকে অনেক ভালো !
মজা হবে অনেক মজা
নানুর আছে মোরগ-ছানা
দিবেন নানু ভাত মাখিয়ে
দিবো তাদের আমি খানা !
নানুর আছে চারটি মেয়ে
আসবে সবাই আমের দিনে
ভাই-বোনেরা সবাই মিলে
খেলবো মোরা খুশি মনে !
পাঁকা আম গাছে যত
পড়বে ঝরে শতো শতো
আম কুড়িয়ে এনে সবাই
খাবো মোরা ইচ্ছে মতো !
নানুর বাড়ির পুকুর ঘাটে
যাবো মোরা মাছ ধরিতে
সাঁতার কাটবো মন-আনন্দে
সবাই মিলে নানান ছন্দে !
ছোট বেলার সে সব স্মৃতি
মনে পড়ে ভীষণ মনে
আজও আমি অতীত স্মৃতি
বহন করি অতি সংগোপনে ।।
-------------//------------
তারিখ :- ২৮ শে নভেম্বর ; ২০১৭ !
রচনাকাল :- ১ ঘটিকা ( রাত )
নিউকাসল ; ইংল্যান্ড ।