---------------------//----
এসেছি মোরা ক্ষণিকের তরে
চির-তরের জন্য নয় ;
যেতে হবে চলি-এ ভূবন ছাড়ি
চিরাচরিত নিয়মে তাই কয় ।
মানবের কূলে জন্ম নিয়েছি
মানুষ হয়েছি তাই ;
ভালোবাসা দিয়ে-ভালোবাসা নিয়ে
এ জীবন কাটাতে চাই ।
যেটুকু সময় দিয়েছেন প্রভু
লাগাতে পারি সেটুকু কাজে ;
কড়ি কড়ি করে-দিতে হবে হিসেব
না দিলে মরিবো লাজে ।
তাইতো বলি-এ জগৎ মোদের
দু'দিনের মেহমান-দারি ;
কেহো আগে-আবার কেহো পিছে
যেতে হবে এ ভূবন ছাড়ি ।
----------///--------
তারিখ :- ১২ ই মে ২০১৭ !
নিউকাসল !