-------------------//--
চল্-চল্-চল্
মাঠে তোরা-চল্ ;
এক সাথে মিলে মিশে
খেলি-ফুটবল ।
ফুটবল খেলি আমরা
একিই সুরে বলি ;
সকলে সকলের তরে
মিলে মিশে চলি ।
ফুটবল খেলাতে শরীরের
হয় যে ব্যায়াম ;
ফুটবলে ঝরে পরে
শরীরের-ঘাম ।
খেলতে খেলতে যখন
আমরা ক্লান্ত হবো ;
এক সাথে বসে সবাই
কোলড্স ড্রিংক্স খাবো ।
বিকেল ফেরিয়ে আমরা
সন্ধ্যা তাঁরার সাথে ;
হাতে হাত রেখে সবাই
যাবো বাড়িতে ।
সময় থাকিতে শরীরের
যত্ন নেয়া চাই ;
যতনে রতন মিলে
বলে যে সবাই ।
যতসব খেলা আছে
ফুটবল-ছাড়া ;
আমি বলি ফুটবল
সবার-সেরা ।।
------------
তারিখ :- ৭ ই এপ্রিল ২০১৭ ।
নিউকাসল ।