------------------///----
বাগানে ফোটে ফুল সৌরভ ছড়ায়
তারি বিনিময়ে ফুল নাহি কিছু চায় ।
ফোটে ফুল দেখিবারে নয়ন জুড়ায়
অপরূপ সৌন্দর্য্যে মন আনন্দে লুঠায় ।
এমনও জীবন আছে ফুলের মতন
নিজেকে বিলিয়ে দিয়ে পায় সে রতন ।
ফুলে ফুলে মৌমাছি করে বিচরণ
দুলে দুলে করে তারা মধু আহরণ ।
আহরিত মধু মোরা করি সঞ্চয়
মধু-সুধা তৃপ্তিতে করি মন জয় ।
-----------//----------
রচনাকাল :- ২৩ শে জানুয়ারি ; ২০১৮
সময় :- ২:১৫ ( রাত )
নিজ ভবন ; নিউকাসল ; ইংল্যান্ড !