-----------------------///---
ফুল হলো-আনন্দ মনের
বাগান আমার-প্রান !
আমার বাড়িতে-আছে যে বন্ধু
দুইটি ফুল বাগান ।
রাতের বেলা-ফুলের সৌরভ
সুবাসিত হয়ে উড়ে !
সকাল বেলা-ফুলের সৌন্দর্য্যে
যায় যে মনটি ভরে ।
ফুল বাগীচায়-নানান জাতের
নানান রংগের-ফুল !
রং-বেরংগের, প্রজা-পতি
খুশিতে মশ্গুল ।
ফুল বাগানের পাশেই আছে
চেয়ার-টেবিল-ছাতা !
চায়ে চুমুক-দিতে দিতে
হাতে নেই কলম-খাতা ।
কবিতা লিখবো আসরের জন্য
ভাবতে-অবশেষে !
লজ্জাবতী বউটি আমার
পাশে এসে বসে ।
ভালোবাসার মানুষটিকে
কাছে পেয়ে তাই !
মনের আনন্দে-ফুল বাগানের
কাব্য লিখে যাই ।
----------//--------
তারিখ :- ৫ ই মে ২০১৭ !
নিউকাসল ।