------------------------//---

প্রভাতের প্রথম প্রহরে-চোখে পড়ে
           মাল্টি কালারের গোলাপের গাছটিতে !
একটি গোলাপ-কুড়ি থেকে ফুটে ;
                   মনটিকে দিলো-আনন্দে ভরে ।

চেয়ে চেয়ে-দেখি তারে বারে
                 দেখি যত-ভালোবাসা শুধু বাড়ে !
জানি গাছটি যাবে ফুলে ভরে ;
ছড়াবে সৌরভ, সৌন্দর্য্যে-মুগ্ধ করবে মোরে ।

গোলাপের প্রেমে তাই পড়ে
                    চেয়ে চেয়ে-চোখে চোখ রেখে !
শুধু ভাবি অবিরত তারে ;
                      কবে আবার যাবে ফুল ঝরে ।

বিশ-এক জাতের ফুল
                         সমস্ত বাগানে দেয় দোল !
প্রতিবারি আসে আর ঝরে ;
                   বিদায়ে শুধু-তাদের মনে পড়ে ।

মোর মনের বাগানের ফুল
                     মোরে করে অকারণে ব্যাকুল !
কবে জানি-নোক করে ডুরে ;
                      যায় আবার-কবে নাকি ঝরে !
থাকি আমি এই শুধু ভয়ে ;
                   জানি ফুল-যাবে একদিন ঝরে ।।

------------//-----------

তারিখ :- ২১ শে মে ২০১৭ !
   সময় :- সকাল ৩ ঘটিকা
         নিউকাসল !