--------------------//------

সকালে উঠে আমি
হাত-মুখ দু'বো ;
                         যথা-সময়ে মোর
                  সালাত আদায় করবো ।

প্রভাতের স্নিগ্ধ হাওয়ায়
শরীর চর্চা শেষে ;
                      প্রাত্-রাশ নেবো সেরে
                            টেবিলেতে বসে ।

আল্লাহর নামেতে হবে
দিনের কাজ শুরু ;
                       সফলতা আসে কাজে
                        বলেছেন মোর গুরু ।

সমাজ সেবা পরোপকার
করে মানুষ যারা ;
                         আজীবন মানব মনে
                           বেঁচে থাকে তারা ।

আসা-যাওয়া এ ধরনী
দুনিয়ারি রীতি ;
                          সৎকর্ম-মানবীয় গুণ
                            রেখে যেও প্রীতি ।

সময় থাকিতে যে জন
জীবনকে বিলায় ;
                             স্বার্থক জীবন তার
                              আসা এ ধরায় ।।

  ------------//------------

রচনাকাল :- ১০ ই ডিসেম্বর ; ২০১৭ !
        নিউকাস ; ইংল্যান্ড !