-----------------//--
ভাবনাগুলি হাওয়ায় ভেসে
ডানা মেলে দিগন্তে
উড়ছে তারা ঘূর্ণিপাঁকে
দেশ হতে আজ দেশান্তে ।
দেখছে তারা মানুষগুলি
কেমন আছে অবশেষে
নানা বর্নের মানুষগুলির
সুখে দুখে তাদের পাশে ।
মধ্যপ্রাচ্যের শিশু কিশোর
মরছে তারা অনাহারে
বার্মার আজ রোহিঙ্গাদের লাশ
ভেসে বেড়ায় নাফের চরে ।
এসব নিয়ে খেলছে খেলা
সুচী এবং তার সেনারা
সে খেলাতে রেফারি দিচ্ছে
স্বার্থভোগী দেশ নেতারা ।
এসব কাজ করছে যারা
মানব-রুপি দানব তারা
রুখে দাড়াও বিশ্বমানবতা
দুর হয়ে যাক সব অরাজকতা ।
বিশ্ব যখন শান্তি খুঁজে
সুন্দর ভাবে আবাস গড়তে
ট্রামপ বুনে অশান্তির বীজ
ফিলিস্তিন এবং ইসরাইলে ।
হাজার হাজার শান্তিকামী মানুষ
শান্তির জন্যে মিছিল করে
প্রতিবাদের ঝড় বইছে আজি
বিশ্বের প্রতিটি ঘরে ঘরে ।
সত্যের জয় হবে নিশ্চিত
মহান-স্রষ্টার সু-কৌশলে
অন্যায়-অত্যাচার যাবে ভেসে
সমুদ্রের ঐ নুনা জলে ।।
-----------//---------
রচনাকাল :- ১১ ই ডিসেম্বর ; ২০১৭
সময় :- ২ ঘটিকা ( রাত )
নিউকাসল !