-------------------//--

অতি ভক্তি চোরের লক্ষণ
  যদি অতি হয় ;
    অতি লোভে তাঁতি নষ্ট
      সর্ব জনে কয় ।

অতি সম্পদ হলে পরে
   হিসেব আসে বেশি ;
     অতি দু:খে জীবন নষ্ট
        গলে পড়ে ফাঁসি ।

অতি সুখে মনে আনন্দ
   চলতে লাগে বেশ ;
     অতি কষ্টে মনে আসে
        জীবনটা বুঝি শেষ ।

অতি বোঁকা লোক হলে
   টাকায় কিনে কাকের চাঁ ;
     অতি বুদ্ধিতে আসে বিপদ
        জ্ঞাণী লোকে বলে তা ।

অতি শান্ত পরিবেশ হলে
   তাঁলগাছ হতে পড়ে তাঁল ;
     অতি কথা বলে যে
        লোকে বলে সে বাঁচাল ।

ভালো লোকের ভালো কথা
   শুনতে ইচ্ছে হয় ;
     অতি চালাকের গলে দঁড়ি
        ডাকের কথায় কয় ।

অতি কিছু ভালো নয়
   যদি তা হয় সুখ ;
     অতি সুন্দর ভালো নয়
        অকারণে আসে দু:খ ।

কবি বলেন কথা কম
   কাজ করো বেশি
      ভালোবেসে একে-অন্যে
         চলো মিলি মিশি ।।

------------//------------

তারিখ :- ২৫ শে এপ্রিল , ২০১৭ !
    সময় :- সকাল ১০ ঘটিকা !
         নিউকাসল ।