-------------------//--
স্বাধীনতা শব্দের শাব্দিক অর্থ যদি
পরাধীনতা না হয় ,
আজও কেন কথা বলতে
মানুষের এত ভয় ?
আজও মানুষ মিছিল করে
স্বাধীন ভাবে চলতে ,
মানুষ আজও মিটিং করে
স্বাধীন ভাবে কথা বলতে ।
মানুষে মানুষে হানা-হানি
আর দলে দলে দন্দ্ব ,
আজও মানুষ খুঁজে বেড়ায়
স্বাধীনতার গন্ধ ।
অন্ন - বস্ত্র - বাসস্থান
মানুষের মৌলিক অধিকার ,
আজও মানুষ পায়নি তাহা
চারিদিকে শুধু অনাচার ।
ভাই হারিয়ে বোনের বিলাপ
ছেলে হারিয়ে মা'র ,
স্বামী হারিয়ে স্ত্রীর বিলাপ
সন্তানের হাহাকার ।
আকাশে বাতাসে মিশে আছে-আজ
শহীদ ভাইদের আর্ত্বনাদ ,
আজও কি আমরা করতে পেরেছি
কলুষমুক্ত এই সমাজ ।
বন্দু , সেদিন প্রশ্ন করে
কি কবিতা ভাই ,শোভা পায় ?
আমি বলি লিখো হে কবি ,
যাহা কলম লিখতে চায় ।
নিঝুম রাতে চন্দ্রা-লোকে ,তাই
আকাশ পানে চেয়ে থাকি ,
কলম হাতে কাগজ নিয়ে
স্বাধীনতার ছবি আঁকি ।।
-------------------------
নিউকাসল ।
তারিখ :- ৭ই মার্চ , ২০১৭ ।