-----------------//---

এ বোন তুই এমনি বসে
গুমরে কাঁদিস না ;
          তোর কাঁন্দন আমরা যে বোন
                        সইতে পারি না ।

তোর কাঁন্দনে আকাশ কাঁদে
তোর কাঁন্দনে বাতাস কাঁদে
              তোর কাঁন্দনে কাঁদে মাঠি
                    তুই কি জানিস না ;
এ বোন তুই এমনি বসে
                     গুমরে কাঁদিস না ।

লক্ষ লক্ষ ভাই বোনেরা
আছি সবাই পাশে মোরা
            তোর ব্যথায় ব্যথিত সারা
                      চিন্তা করিস না ;
এ বোন তুই এমনি বসে
                    গুমরে কাঁদিস না ।

আজব এই পৃথিবীতে
খেলছে মানব শতে শতে
            ভালো-মন্দে আছে মানব
                     খুঁজলি পাবে তা ;
এ বোন তুই এমনি বসে
                    গুমরে কাঁদিস না ।

ভাই হিসেবে তোকে বলি
মেঘের আড়ালে হাসে রবি
                জীবন-যুদ্ধে হবে জয়ী
             বিপদে ধৈর্য্য হারিস না ;
এ বোন তুই এমনি বসে
                    গুমরে কাঁদিস না ।

মনের বল বড় বল
ছেলে-মেয়ে সমানে সকল
            নিজ পায়ে দাড়াতে যেয়ে
                     পিচ-পা হবি-না ;
এ বোন তুই এমনি বসে
                    গুমরে কাঁদিস না ।

বাগানে ফুল ফোটবে যবে
অলি এসে ঘুরবে তবে
         ফুলের সৌরভে মুগ্ধ ছড়াবে
                       তরিই সারা গাঁ ;
এ বোন তুই এমনি বসে
                    গুমরে কাঁদিস না ।


নোট :- ( আমার এই কবিতাটি পৃথিবীতে
বিভিন্ন ভাবে নির্যাতিত নারীদের উদ্দেশ্যে
              উৎসর্গ করলাম )

------------//----------

রচনাকাল :- ১৪ ই ডিসেম্বর ; ২০১৭ !
      সময় :- ২ঘটিকা ( রাত )
        নিউকাসল ; ইংল্যান্ড ।