------------------//--
অতি আদরের বোনটি আমার
সুলতানা চৌধুরী নাম ;
পড়া-লেখায় মন বসেনা
শুধু ,খেলতো অবিরাম ।
ছয় ভাইয়ের ছোট্ট বোনটি
সবাই করে আদর বেশি ;
বকলে তাকে গাল ফুলাবে
আদর করলে বেজায় খুশি ।
খেলার সাথী বন্ধু যারা
তাকে নিয়ে খেলতো তারা
সবার প্রিয় বোনটি আমার
মাতিয়ে রাখতো গোটা পাড়া ।
ছোট বলে মা তাকে
রাখতেন তাই চোখে চোখে ;
চোখ ফেরালেই যেত চলে
খেলতে , ফাঁকি দিয়ে মাকে ।
আদরের এই বোনটি আমার
সখ ছিল তার বেশি সাজার ;
ফেরিওয়ালা তাই আসলে বাড়ি
ঘটতো অনেক মজার ব্যাপার ।
কিনবে তাহার মন যাহা চায়
সাধ্য নেই কার বাঁধা দেবার ;
মায়ের আদরের একটি মেয়ে
রাখেন তাহার সব আবদার ।
ফেরিওয়ালা এসব বুঝতে পেরে
প্রতি সপ্তাহে আসতো চলে ;
বোনটি আমার থাকতো বসে
চুড়ি-মালা কিনবে বলে ।
না দিলে সে বেজায় ভারি
সবার সাথে করবে আড়ি ;
আমরা সবাই বুদ্ধি করে
ফেরিওয়ালাকে দিতাম তাড়ি ।
এখন এসব বললে তাকে
শুনে শুধু মুচকি হাসে ;
কারণ সে যে বড় এখন
ছেলে-মেয়ে তারও আছে ।
সব স্মৃতি আজ অতীত হলো
আনন্দের দিন চলে গেলো ;
মজার সে সব স্মৃতি আজি
ডায়রীর পাতায় বন্দি হলো ।।
-----------//----------
রচনাকাল :- ২৫ শে ফেব্রুয়ারি ; ২০১৮ ইং
সময় :- ৩ ঘটিকা ( রাত )
নিজ বাসভবন ; নিউকাসল !