- কবিড -নাইন্টিন
- --------------------//
বন্ধী আমি আপন ঘরে
মরণ ভাইরাস করোনার ডরে
সময় কাটাই কাব্য পড়ে
তাতে কি আর উদর ভরে ?
হরহামেশাই দেখি খবর
একটি খবরই আসে পরপর
দেশ থেকে আজ দেশান্তরে
কবিড-নাইন্টিন সবার ঘরে ।
মরছে মানুষ যথারীতি
মানব মনে চলছে ভীতি
কেমন করে রোধবে তাকে
কেউ যানে-না তার পিরিস্তি ।
ভাইরাসের এই মহামারী
চলছে বিশ্বে আহাজারী
ভঙ্গুর পথে অর্থনীতি
এটাই-যে আজ ভয়ের ভীতি ।
এই ভাবনায় নিত্য যে তাই
নতুন স্বপ্নে জীবন সাজাই
মেঘের আঁড়ালে সূর্য্য হাসে
সেই আশাতেই তরী ভাসাই ।
যতই আসুক মহামারী
যাবে একদিন ভূবন ছাড়ি
সঠিক পথের সন্ধান করি
কোঁর-আনের আলয় জীবন গড়ি ।
শান্তি পাবো এপার-অপার
নছিব হবে খোদার দিদার
শিক্ষা নিয়ে তা থেকে আজ
সুদিপ্ত হোক ভঙ্গুর সমাজ ।
এটাই যে আজ প্রমান হলো
শ্রষ্টার চেয়ে কেউ নয়তো বড়
তিনিই মালিক দু’জাহানের
মানব কিসের বড়াই করো ।
বিশ্ব-বাসি হও হুশিয়ার
বন্ধ করো ত্রাসের কারবার
এটাই-যে নয় শেষ পরীক্ষা
তা থেকে নাও সঠিক শিক্ষা ।
মানবতার এই রুদ্ধ দ্বার
উম্মুক্ত হোক বিশ্বের দরবার
সম-অধিকার বিশ্বের সবার
বিরাজিত হোক শান্তির দ্বার ।
—————-//—————
সময়কাল :- জুন ২০২০ ; নিউকাসল -যুক্তরাজ্য ।