----------------------//--

সবুজ শ্যামল - সোনার বাংলায়
সোনালী ফসলে ভরপুর ;
চারিদিকে আজ উঠেছে ধবনি
বৈশাখী - সুর ।

মাঠে কৃষক, বৈশাখী আনন্দে
কেঁঠে যায়-ক্ষেতের ধান ;
মনের আনন্দে কৃষিনী ঘরে
গেয়ে যায়-বৈশাখী গান ।

কালো মেঘে ঢাকা সমস্ত আকাশ
সুর্যের লুকোচুরি খেলা ;
গুড়ি গুড়ি বৃষ্টি , বিজলীর চম্কানি
এ যেন বৈশাখীর , নিত্য মেলা ।

বাড়ির আঙ্গিনায় ,আমগাছ গুলো
আমের মুকুলে ভরপুর ;
সুবাসিত বাতাস , পাখীদের কলরব
শুনতে লাগে সু-মধুর ।

বৃষ্টিতে ভেঁজে ,বাড়ির উঠোনে
বৃষ্টি ভেঁজা খেলা ;
নীল আকাশে , অপরুপ সাজে
রংধনু সাজিয়েছে-মেলা ।

চারিদিকে আজ , উঠেছে সুর
উঠেছে বৈশাখের ডাক ;
নতুন নবান্নের , উৎসব আনন্দে
ফিরে এসো হে বৈশাখ ।।

------------------

তারিখ :- ৮ই এপ্রিল , ২০১৭।
         নিউকাসল