দেয়ালে কিংবা টেবিলে
যেথায় তথায় সবখানে ;
কোন কথা বলে না
তাকে ছাড়া চলে না ;
সময় হলে দেয় বলি
সময় হলো কাজে চলি ।
নদীর শ্রোতের মতো
চলে সে যে অবিরত ;
কর্মে নাহি সে করে হেলা
কর্মে থাকে সে সারা বেলা ।
কর্মেতে মিলে ফল
কর্মে তাকে সে অবিচল ;
বিশ্বের ভূ-মন্ডলে
তাকে নিয়ে কোলাহল ।
রাজা-প্রজা-কর্মচারী
সকলের নিকট সে অতি দামী ;
কর্ম-পন্তা ঠিক করতে
তাকে নিয়ে টানা- টানি ।
শোবার ঘরের দেয়ালটিতে
টিক্ টিক্ শব্দ শুনতে থাকি ;
অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে
মনে মনে ভাবতে থাকি ;
মানুষ যদি এমন হতো
সর্বক্ষেত্রে সফল হতো ।
জীবনে সফলতা পেয়েছে যারা
সময়কে কাজে লাগিয়েছে তারা ,
সময় যে অতি মুল্যবান
হওয়া চাই তার প্রতি যত্নবান ;
বিনিময়ে তার প্রতিদান
পৌছে যাবে সাফল্যের শীর্ষসহান ।
প্রতি রাত্রি নিদ্রায় যেতে
তাকে নিয়ে খেলা করি ;
নিদ্রা শেষে , ডেকে তোলে সে
বলে আমি যে , তোমার ঘড়ি ।
------------------
তারিখ :- ২১ শে মার্চ , ২০০১৭ ।
সময় :- সকাল ৪ ঘটিকা ।
নিউকাসল ।