--------------------//----
জীবন মানে ছোট্ট শিশু
মায়ের আদর সোহাগ ;
বাবার চোখে স্বপ্ন দেখা
ফুলে ফোটা পরাগ ।
জীবন মানে বেড়ে উঠা
হাঁটতে হোঁচট খাওয়া ;
বই খাতা নিয়ে হাতে
স্কুলে পড়তে যাওয়া ।
জীবন মানে জয়ের সংগ্রাম
নার্সিং ক্লাস শুরু ;
প্রথম শ্রেণীতে প্রথম হওয়া
শিক্ষা দিলেন গুরু ।
জীবন মানে এগিয়ে চলা
গড়তে জীবন-মান ;
বুঝাতে শিখার আগেই বুঝি
যাবে চলে মোর প্রাণ ।
--------------//--------------
রচনাকাল :- ১০ই জানুয়ারী ; ২০১৮
সময় :- ৮ ঘটিকা ( সকাল )
নিউকাসল ; ইংল্যান্ড !