-----------------//----

পারিনা তোমাকে ভুলিতে
         আছো তুমি হৃদয়ের গভীরে
মনে পরে তোমায় বারে বারে ;
   ব্যস্ত যে আমি-জীবনের তাগিদে ।

কি করে বুঝাবো তোমাকে
    প্রতিক্ষণে আছো তুমি আমাতে
প্রতি রাতে খুঁজি তোমাকে  ;
            পারিনা তোমাকে ভুলিতে ।

তোমার প্রাণের সহস্র কবিকে ;
     প্রীয় ''কবিতার আসর''তোমাকে ।

------------//----------

তারিখ :- ৭ই নভেম্বর
    সময়কাল :- ১ ঘটিকা
          নিউকাসল !