--------------------//--

সময়ের পরিক্রমায়
দিন-রাত্রির বদল হয় --
ভেবে দেখা হয়নি কখনো প্রতিটি মূহুর্ত কতো যে মূল্যবান
হেলায় হেলায় রঙিন স্বপ্নে চলে যায় দিন
অনেক কিছু পাওয়ার আশায় প্রতিদিন ;
চাই চাই করে চড়ে বেড়াই --
কখনও কিছু পাই , আবার পেয়েও হারাই !
সে পাবার শেষ কোথায় ;
প্রশ্ন করি নিজেকে নিজে ?
হঠাৎ একদিন জীবনের হিসেব কষতে
আয়নার সামনে দাড়িয়ে বিষ্মিত হই - !
একি ! মাথা ভর্তি চুলের অর্ধেকের বেশি চলেগেছে
অবশিষ্ট চুলে ধরেছে বয়সের পাঁক ;
তাহলে কি ----?
বুঝতে আর বাকি রইলনা
আবার , নতুন ভাবনায় জীবনের মানে খুঁজি ;
নতুন আশায় --! আগামীর প্রত্যাশায় --!

  -------------///-----------

        রচনাকাল :- ৮ই মার্চ ; ২০১৮
           সময় :- ২ ঘটিকা ( দুপুর )
   নিজ বাসভবন , বেলাইত ; নিউকাসল !