-----------------------//--
কালো মেঘে ঢাকা-সমস্ত আকাশ
সাথে কালবৈশাখী ঝড় !
ঘূর্ণী ঝড়ের তান্ডবে উড়ে যায়
মানুষের বাড়ি-ঘর ।
ধুমড়ে-মূচড়ে ভেঙ্গে পড়েছে
গাছ-গাছালি শত শত !
মাঠে-হাটে, রাস্তা-ঘাটে
দেখা দিয়েছে-যত ক্ষত।
পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে
ভেসে গেছে সারাটি দেশ !
গরীব কৃষক-খেটে খাওয়া মানুষের
দু:খের নেই যে শেষ ।
তলিয়ে গেছে ফসল ফসলাদি
মড়ক লেগেছে মাছে !
চারিদিকে শুধু চলিতেছে হাহাকার
পানিতে কি আছে ? কি আছে ?
সংবাদে দেখিলাম-বিশেষজ্ঞ-দল
পেয়েছে এর কারণ !
গ্যাসের প্রভাবে তা হয়েছে
সময়েই হবে তা বারণ ।
সময়ের দাবি-সমবেত হয়ে
সরকার সহ-সকলের !
পাশে দাঁড়িয়ে-এসব মানুষের
সহযোগীতা দিয়ে-দু:খ লাঘবের ।।
-------------//----------
তারিখ :- ১৮ ই মে ২০১৭ !
নিউকাসল !