-----------------------///---

আমার প্রিয় জন্মভুমি
সোনার বাংলাদেশ ;
                 যেখানে থাকি যেথায় থাকি
                       পাই তোমার আবেশ ।
জন্ম নিয়ে তোমার কোলে
তোমার মাটির পরশ পেয়ে ;
                  ভালোবেসে তোমায় আমি
                         আছি যে আজ বেশ ;
আমার প্রিয় জন্মভুমি
                         সোনার বাংলাদেশ ।

শস্য শ্যামল সবুজে ঘেরা
খাল বিল নদী নালা ;
                  জেলে-মাঝি তোমার বুকে
                       ভাসায় তাদের ভেলা ।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি
সেথায় পাক্-পাখালির মেলা ;
                    স্বপ্ন দেখি তোমায় নিয়ে
                  আমি সকাল সন্ধ্যা বেলা ।
তোমায় নিয়ে কাব্য লিখে
মনে আনন্দ পাই বেশ ;
                        আমার প্রিয় জন্মভুমি
                          সোনার বাংলাদেশ ।

ষড় ঋতুর রূপসী কন্যা
গুণের নেই যে শেষ ;
                     ঋতুর সাথে রূপসী কন্যা
                            ধরেন নানান বেশ ।
ঋতুরাজ বসন্তের আগমনে আজি
মনটি আনন্দে দোলে ;
                        বৃক্ষরাজি সেজেছে তাই
                              নানা রঙের ফুলে ।
সবুজ শ্যামল মা আমার
রূপের নেই যে শেষ ;
                           আমার প্রিয় জন্মভুমি
                              সোনার বাংলাদেশ ।।

   --------------//------------

রচনাকাল :- ২০ শে ফেব্রুয়ারি ; ২০১৮
   নিজ বাসভবন , নিউকাসল !