----------------///---
শোনেন শোনেন বন্ধু যত
শোনেন দিয়ে মন !
একটি মজার খেলার কথা
করি-গো বর্ণণ ।
নামটি খেলার ব্যাডমিন্টন
খেলতে লাগে বেশ !
এই খেলাটি খেলছে এখন
বিশ্বে সকল দেশ ।
ছেলে-মেয়ে , জোয়ান-বুড়ো
খেলে সমান তালে !
মারে শর্ট , লঙ্গ-ক্রস
পয়েন্ট যেমনি মিলে !
জিত্-তে হলে এই খেলাতে
বিশটি পয়েন্টে চাই !
অনেক বেশি দৌড়াতে হয়
এই খেলাতে তাই ।
দৌড়াতে দৌড়াতে দেহ হতে
অবিরত ঝড়ে ঘাম !
মনের আনন্দে-খেলতে খেলতে
হয়ে যায় দেহের ব্যয়াম ।
সু-সাস্থ্য - সুন্দর মন
মানুষের বড় ধন !
উভয় সম্পদ পেতে পারেন
খেলে-ব্যাডমিন্টন ।
----------//--------
তারিখ :- ৭ ই মে ২০১৭ !
নিউকাসল ।