------------------------//---

দিনের পর রাত আসে
     রাতের পর দিন !
          মানুষ আসে, চলে যায়-মানুষ
                এতে নেই কোন ভিন্ ।

কাজে-কর্মে রেখে যায় মানুষ
   তাদের কর্ম ফল !
       কেহো হয় সফল এ পৃথিবীতে-আবার
           হয় কেহো-বিফল ।

সফলের মধ্যে কেহো হয় সফল
    শুধু এ দুনিয়াতে !
        কেহো আবার হয় সফল
              দুনিয়া এবং আখিরাতে ।

ক্ষণিকের পৃথিবীতে চাওয়া-পাওয়ার
   শেষ কিছু যে-নাই !
       কেহো পেয়ে যায়, গাড়ী-বাড়ি সব
          কাহারো-মাথা গুজাবার নেই ঠাঁই ।

জ্ঞাণী-গুণী মানুষ যারা
    জ্ঞানের চর্চা করে !
         অতি মূল্যবান সময় তারা
              প্রয়োজনে ব্যয় করে ।

বিনিময়ে তারা পেয়ে যায় সফলতা
    পেয়ে যায় তার কারণ !
        অপ্রয়োজনীয় কর্ম হতে
              রাখে তাদের বারণ ।।

  -----------//-----------

তারিখ :- ৪ টা মে , ২০১৭ !
   সময়  :- সকাল ২ ঘটিকা !
        নিউকাসল ।