----------------//---

সাজছে সবাই-নতুন সাজে
  খুশিতে-রঙিন ;
    আজকে মোদের সোনামনি
      আরহামের, শুভ জন্ম দিন ।

খোকা-সোনার জন্ম দিনে
  খুশির-আয়োজন ;
    আত্বীয়-স্বজন ,প্রতি-বেশী
      সবাই-নিমন্ত্রণ ।

জাহিন, শাহরিন দু'টি বোনের
  আদরের ছোট ভাই ;
    তাকে নিয়ে দু'বোনের
      খুশির সীমা নাই ।

ওয়াসিফ, তাওসিফ এবং জেবিন
  চাচাতো ভাই-বোন ;
    জন্ম দিনে সবাই মিলে
      গান করে-গুন গুন ।

খোকা-সোনার মুখে থাকে
  মিষ্টি মধুর হাসি ;
    মাতা- পিতা সবাই মোরা
      তাকে অনেক ভালোবাসি ।

হেসে-খেলে বেড়ে উঠুক
  ছোট্র খোকা-সোনা !
    জন্ম দিনে-রেখে গেলাম
      অনেক শুভ-কামনা !!  

-------//-----
তারিখ :-  ২০ শে এপ্রিল , ২০১৭ ।
           নিউকাসল !