-------------//---------
চৈত্রের এক দুপুরে
মাঠে ছিল খেলা ;
খেলিতে খেলিতে মোর
চলে গেল বেলা।
উষ্ণ রুদ্রে তাই
কি যে পিপাসা পাই ;
মনে হলো এই বুঝি
প্রানটি চলে যাই ।
মাঠে দেখি আইসক্রিম ভ্যান
এক পাশে দাড়াই ;
আইসক্রিম খেয়ে শেষে
পানির তৃষ্ণা মিঠাই ।
তৃষ্ণা পেলে কেমন লাগে
তৃষ্ণার্ত কাকে বুঝে :
কা-কা করে উড়ে বেড়ায়
সে পানির খুঁজে ।
পানি ছাড়া প্রানী কূল
বাঁচিতে না পারে ;
পানি বিহনে গাছের
ফুল ঝরে পড়ে ।
করিও না পানির অপচয়
রেখো সদা স্মরণ ;
পানির অপর নাম
সত্যিই যে জীবন ।
------------
তারিখ :- ১ লা এপ্রিল , ২০১৭ ।
নিউকাসল ।