--------------------//--

বৃষ্টি ঝরা বাদল দিনে
                লাগলো মনে দোলা ;
কই গেলাগো প্রাণের সখী
                    আমি যে একেলা !

কাছে এসে বসো সখী
                  দেওগো বাটার পান ;
দু'জন বসে গাইবো সখী
                   বাদল দিনের গান !

গানের সুরে হৃদয় জুড়ে
                          জাগবে শিহরণ ;
প্রেম সাগরে খেলবে খেলা
                     দু'জনার দু'টি মন !!

--------------/-------------

রচনাকাল :- ৯ই জানুয়ারি ; ২০১৮
সময় :- ৯ ঘটিকা ( সকাল )
নিজ বাসা ; নিউকাসল ; ইংল্যান্ড !